মো.রুবেল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২অক্টোবর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ের পূর্ব পাশে অবস্থিত ক্যাফে আরহাম হোটেল এন্ড ফাস্টফুড (আবাসিক)’র ২য় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ মো.আবুল কালাম সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন (মন্তু)। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক এমরান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা শ্রমিকলীগের সহ-সাধারন সম্পাদক রাজন সর্দার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম আপেল, প্রচার সম্পাদক মো. হোসেন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. মাজিদ মিয়া, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক মো. ইজ্জত আলী প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।