মোজাহিদ সরকার, ইটনা থেকেঃ
কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর অঞ্চলে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইটনা উপজেলার সদর ইউনিয়নের নগরহাটিতে পুরাতন বাজারে অবস্থিত ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনযোগ্য রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রটি ২০১৬ সাল থেকে সপ্তাহে ১ দিন সেবা দিয়ে আসছিলো। তবে এখন থেকে সপ্তাহে ৬ দিন করে চক্ষু সেবা প্রদান করা হবে এই মর্মে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ও নারী উদ্যোগ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই ভিশন সেন্টারটি কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিচালিত হবে। এই ভিশন সেন্টারে শনি থেকে বৃ্হস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বল্পমূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, ইটনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা: মুনির আহমেদ, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা: মাহবুবা খন্দকার।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।