রংপুরের পীরগাছায় এক হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাকার মাথা বাজারের উত্তর পাশের ব্রীজের উপর থেকে ৯পুড়িয়া হিরোইনসহ সুমন মিয়া(২৩)নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।বৃহস্পতিবার তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়।
থানা সুত্রে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের পাকার মাথা এলাকার মৃত শাহীন মিয়া ছেলে সুমন মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসাসহ চুরি-ছিনতাই করে আসছিলো।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই ওয়াদুদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে হিরোইনসহ সুমন মিয়াকে গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে ৯পুড়িয়া ১.৫০গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন,গ্রেফতার হিরোইন ব্যবসায়ী সুমন মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।