কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে কালের স্বাক্ষী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার স্বাক্ষী কুড়িঘাট বধ্যভুমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
রোববার(২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ’র সভাপতিত্বে নবনির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন এমপি লিপি ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, সাবেক সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ওয়াহিদুজ্জামানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।