সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় কিশোরগঞ্জ-১ (হোসেনপুর -কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো,সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন,পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম, সাবেক ভিপি রাইসুল হাসান কেডেনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর মডেল প্রসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোস্তাফিজুর রহমান মোখলেছ, প্রভাষক হাকিম তানিম, শ্রমিক এর যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজ প্রমুখসহ আওয়ামী লীগের সহ যোগী সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পড়ান আবদুল ওয়াদুদ মুকসুদ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।