হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে হাসপাতাল মোড়ে হোসেনপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি এস এম রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও ভোরের বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এস এম তারেখ নেওয়াজ।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, মো.সাগর মিয়া, সোহেল মিয়া, মো. আসাদ মিয়া, মাহফুজ মিয়া,সাজ্জাদ হোসেন, মো. ইকবাল হোসেন, কবি ও লেখক শাহ্ আলম বিল্লাল, মো. আলম মিয়া প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।