কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হোসেনপুরে সদ্যঘটিত বিতর্কিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হোসেনপুরে বিতর্কিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
হোসেনপুরে সদ্যঘঠিত বিতর্কিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া।
লিখিত বক্তব্যে বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও বয়সোত্তীর্ণ নেতাকর্মীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করে এ বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন মইন, আমির হামজা, তাহমিদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে হোসেনপুর উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে তারা সংবাদ সম্মেলনে বলেন বিতর্কিত এ কমিটি বাতিল বাতিল না করা হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
উল্লেখ্য গত ৫ অক্টোবর মুস্তাফিজুর রহমান মোখলেছকে সভাপতি ও ইয়াছিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সাংগঠনিক জেলা কমিটি। আগামী এক মাসের মধ্যে পূর্ণঙ্গ কমিটি গঠন করতে ওই কমিটিকে নির্দেশ দেওয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।