বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আদমপুর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশের।
ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত কার্যালয়টি উদ্বোধন করেন অষ্টগ্রাম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল আদমপুর ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ সাদেক মিয়ার সভাপতিত্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের অষ্টগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব
জুবায়ের হাসান ইয়ামিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আলাউদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মোস্তফা রাজীব খান, অষ্টগ্রাম উপজেলা জাসাসের আহ্বায়ক রফিকুল ইসলাম,অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মাহমুদ, অষ্টগ্রাম উপজেলা জাসাসের সদস্য সচিব মুক্তার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।