বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযথ ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) জন্মদিন উপলক্ষে প্রায় ৩ কিলোমিটার লম্বা জশনে জুলুছ বা আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আজ সোমবার দিবসটি উপলক্ষে উপজেলার দেওঘর, কাস্তুল, বাঙ্গালপাড়া, অষ্টগ্রাম সদর, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কয়েক হাজার মানুষ জশনে জুলুছে অংশগ্রহণ করেন। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত জশনে জুলুছ অষ্টগ্রাম ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সকাল হতে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ব্যাপক উৎসাহ নিয়ে দলে দলে নবী প্রেমিকগণ জমায়েত হয়। কয়েক কিলোমিটার লম্বা জশনে জুলুছটি দুপুরে অষ্টগ্রাম ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্রায় ৭কিলোমিটার সড়ক ঘুরে হযরত শাহ্ কুতুব (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে সমবেত হয়। সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোওয়ার মাধ্যমে জশনো জুলুছ সমাপ্ত হয়।
অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুছ সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনা উপজেলা শাখা। এছাড়া, উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক কাজী জসিমউদদীন সিদ্দিকী, মাওলানা জালাল উদ্দীন আশরাফী প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।