বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করছে সামাজিক সংগঠন ‘মধ্য অষ্টগ্রাম হিলফুল ফুযুল যুব সংঘ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের ‘মধ্য অষ্টগ্রাম দালানহাটি জামে মসজিদে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাসে মাত্র ৩১৩জন সৈনিক নিয়ে প্রথম যুদ্ধ হয় বদরের প্রান্তরে। সেই যুদ্ধে বিপুল সংখ্যক সৈনিকের বিরুদ্ধে ১৭ই রমজান বিজয়ী হয় মুসলিমরা। ঐতিহাসিক এই ১৭ রমজান ‘বদর দিবস’ উপলক্ষে মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংঘগঠনের প্রতিষ্ঠাতা ক্বারী নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে এলাকার গণ্যমাণ্যসহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
মুসলিম উম্মার জীবনে ১৭ রমজান পবিত্র বদর দিবসের তাতপর্য্য নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি অষ্টগ্রাম সদর ইউনিয়ন, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশেষ অতিথি মাওঃ রফিকুল ইসলাম আশরাফি, মাওঃ ইয়াসিন মনোয়ার।
এসময়, আরো উপস্থিত ছিলেন বাংলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা সভাপতি মো. ফরিদ রায়হান, মোঃ নুরুল ইসলাম (মেম্বার), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তফসির আহম্মেদ প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।