1. admin@haortimes24.com : admin :
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) র দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ) ১০ই মহরম কারবালা প্রান্তে শাহাদাৎ বরণ করেন। সেদিনের এই হৃদয় বিদায়ক ঘটনার মাধ্যমে ইসলামের পূর্ণজাগরণ হয়। ফলে মুসলমানদের সর্বোচ্চ শোকাবহ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা।

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে ব্যাতিক্রমি আয়োজনে প্রতি বছর পবিত্র ১০ই মহররম শোকাবহ পালিত হয়।

১০টি রোজা, জারি-মর্সিয়া, তাজিয়া মিছিলসহ শোকাবহ পরিবেশে, ১২ দিনব্যাপী ঐতিহ্যবাহী আশুরা বা ১০ মহরম পালিত হয়ে আসছে ১৬৩বছর ধরে। ১-১০ই মহররম লাল-কালো পতাকা উঠানোর মধ্য দিয়ে শুরু ও শেষ হয়, বাঁশ রঙ্গিন কাগজ ও কাপড়ে তৈরি তাজিয়া মিছিলের মাধ্যমে। এসময় অষ্টগ্রামে সমবেত হন পার্শ্ববর্ত্তী বিভিন্ন এলাকার লাখো মানুষ। ১০মহররমের পরের দিন শোকের আমেজে লোকজ উৎসব চলে আরো দু’দিন।

ঐতিহ্যবাহী শোকাবহ মহরমের মুল আনুষ্ঠানিকতা আরবি নববর্ষ প্রথম দিন থেকে শুরু হলেও, ১০মহরম তাজিয়া মিছিল মধ্য অষ্টগ্রাম (স্থানীয় কারবালা) গিয়ে শেষ হয়। শোকানুষ্ঠানে হাজার হাজার সুন্নী মুসলিমরা ঐতিহাসিক অষ্টগ্রাম হাবেলীর হোসাইনী মোকামে দল বেঁধে ‘হায় হোসাইন, হায় হাসান’ ধ্বনিতে অশ্রুবিসর্জন দেন।

অষ্টগ্রাম হাবেলি সুত্রে জানা যায়, সুন্নীদের মধ্যে অষ্টগ্রামে শোকাবহ মহরম উদযাপনের প্রধান প্রবক্তা, হযরত শাহজালাল (রহঃ) সহচর সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) ১৩তম বংশধর; জোয়ান শাহী পরগনার ন’কোষা জমিদার ও ‘ভাটির ওলি’ খ্যাত হযরত সৈয়দ আব্দুল করিম আল-হোসাইনী (রহঃ), যিনি ‘সৈয়দ আলাই মিয়া সাহেব’ নামে পরিচিত। তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হওয়ায়, ১৮৩৬ সালে অনাদায়ী খাজনার জন্য ন’কোষা জমিদারি’ বিলুপ্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার।

তিনি হোসাইন প্রেমে মগ্ন হয়ে, জমিদারি ও আভিজাত্য ত্যাগকরে এক জীর্ণ কুটিরে অবস্থান ও সাধনা করতেন। তার ভক্ত অনুসারীদের, ‘গুরু-শিষ্য লোভী-কামী উভয় নরকগামী এবং ভোগে নয় ত্যাগেই খোদা প্রাপ্তি হয়’। বলে হোসাইনী প্রেমে উজ্জীবিত করেতেন।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র মহরম মাসের চাঁদ দেখার পর অষ্টগ্রাম হাবলি’র ইমামবাড়ায় শুরু হয়, লাল কালো নিশান উত্তোলন, নামাজ, জারি, মাতম মর্সিয়া, ১০ রোজা, নিরামিষ ভোজন, খালি’পা ও মাটিতে শয়ন (ঘুমানো), তাবারক বিতরণসহ নানা রকম শোকানুষ্ঠান। এই অবস্থা চলে উপজেলার ৫টি ইউনিয়নের অর্ধশত ইমামবাড়ায়।

শোকাবহ পবিত্র মহররমের দশ দিনের মধ্যে মূল অনুষ্ঠান হয় ৯ ও ১০ মহরম। ৯ই মহরম ইমাম হোসাইনের রোহানী ফায়েজ হাসিলের উদ্দ্যেশে অষ্টগ্রাম হাবলী’র ইমামবাড়ায় গর্স্ত (প্রদক্ষিণ) ও ১০ই মহরম হাটখলায় (স্থানীয় কারবালা) রঙ্গ-বেরঙ্গের তাজিয়া নিয়ে, শোক মিছিলের মাধ্যমে ঐতিহ্যবাহী আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়।

১১-১২ মহরমে অষ্টগ্রাম হাটখলায় (কারবালা) প্রাঙ্গণে জারি-মর্সিয়া ও লোকজন উৎসব অনুষ্ঠিত হয়। এসময়, অষ্টগ্রাম উপজেলার চারপাশে বিভিন্ন জেলা ও উপজেলার ধর্মপ্রাণ নারী-পুরুষ, শিশুরা সমবেতন হন।

একই নিয়মে কিশোরগঞ্জের ভৈরব, হোসেনপুর, ভাগলপুর ও বৌলাই। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ও মদন। বি-বাড়িয়ার সরাইল, নাসিরনগর, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের সুলতানশী হাবেলীসহ প্রায় ১০১গ্রামে শতাধিক ইমামবাড়া’য় ১৬৩বছর ধরে পালিত হয় পবিত্র আশুরা।

নছিম মিয়া বলেন, মহানবী মোহাম্মদ (সাঃ) নাতিদের শোকে প্রতি বছর ১০ই মহরম পালন করি। এই দিনে ইসলামের পূর্নজাগরণ হয়েছিল, কারবলার হৃদয় নাড়ানো ঘটনার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি।

এই বিষয়ে অষ্টগ্রাম হাবিলী’র পীরজাদা ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, জালিমের জুলুমের প্রতি ঘৃণা ও নিপীড়িতের প্রতি শোক জানিয়ে আমাদের এই আয়োজন। হোসাইনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের প্রতি সম্মান ও মিথ্যার প্রতি ঘৃণা প্রদর্শন করে থাকি। শোকাবহ মহরম মানুষের মধ্যে ধৈর্য্য ত্যাগ ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করে। শোকাবহ মহরমে সুন্নী মুসলীম উম্মার শান্তি ও সম্মৃদ্ধি কামনা করি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST