এস,এম, নাদিরুজ্জামান আজমলঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গণপিটুনিতে দুই মহিষ চোর নিহতের ঘটনায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজন আরিফ মিয়া (৫০) ও মোক্তার মিয়া (৫৩) নামে দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আরিফ মিয়া ও মোক্তার মিয়া উপজেলার দেওঘর ইউনিয়নের শেখ বাছেদ মিয়া ও খোরশেদ আলীর
ছেলে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ডুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই মহিষ চোর আটকের পর দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তাদের আটক করে রাখা হলে চোরের যন্ত্রণায় অতিষ্ট ৪/৫ হাজার উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গণপিটুনি দিলে তারা ঘটনা স্থলেই মারা যায়। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।