বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সভায় বক্তব্য দেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক ইউনুস আলী মেম্বার, ইউপি সদস্য মুক্তার মিয়া, রেখন মিয়া প্রমুখ।
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে সন্তান জন্মের কয়েক দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মানুষ মৃত্যুর পর দ্রুত সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করা জরুরি।
পরে, ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত আরো ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতি’র বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমার দায়িত্বপালনকালে সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হচ্ছে। আপনারা যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে নাগরিক অধিকার নিশ্চিতের আহবান করি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।