বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে পরিস্কার পরিছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে মশক নিধন সভায় বক্তব্য দেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, স্বাস্থ্য সহকারী আলী আকবর, ইউপি সদস্য মুক্তার মিয়া, রেখন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক সচেতনতা, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা এবং জমানো পানি না রাখলে ডেঙ্গু মশার বংশবিস্তার হ্রাস পাবে। এতে, ডেঙ্গুর প্রভাব মুক্ত থাকা সম্ভব হবে। আমাদের নিরাপত্তার জন্য চারপাশ পরিস্কার করতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে।
পরে, ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক, ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।