বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৫’ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে অষ্টগ্রাম হেলিপ্যাড ময়দানে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান। পরে, তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত এই মেলায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অজিভিৎ সরকার।
এতে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।
এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মুহাম্মদ মহীবুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়াল ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মেলায় ১০টি স্টলে প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উৎপাদিত ও অভিযোজিত ফল, সবজি ও চাষের প্রযুক্তি। রামবুটান, খেজুর, নারিকেল, কাঁঠাল, আঁশফল, তালসহ ১০প্রজাতির আম এবং পুঁইশাক, কচুর লতি, লাউ, করলাসহ বিভিন্ন সবজির প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি প্রদর্শিত হয় ভাসমান সবজি চাষ পদ্ধতি।
এছাড়াও বস্তায় আদা চাষ পদ্ধতি, সমন্বিত বালাই ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ ফেরোমন ফাঁদ, হলুদ আঁঠালো ফাঁদ, ধানে পার্চিং পদ্ধতি, আদর্শ বীজতলা, মালচিং পদ্ধতিতে সবজি চাষসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয়।
পরিবেশবান্ধব চাষপদ্ধতি, কৃষি যন্ত্রপাতি ও স্থানীয় কৃষকদের উদ্ভাবনী চর্চা তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদে কৃষকদের সক্ষমতা বাড়াতে আয়োজিত মেলার অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা মেনে আমাদের কৃষিতে এগোতে হবে। কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিনির্ভর চাষ পদ্ধতির ওপর। এই মেলার মাধ্যমে আমাদের কৃষকরা হাতে-কলমে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন, যা আগামী দিনে ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন বক্তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।