বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মিন্নত আলী মিনা (২৭) নামে এক জেলে নিহত হয়েছেন। এসময় আরো দুই জন আহত হন।
মঙ্গলবার (২০ জুন) বেলা ৩টায় উপজেলার দেওঘর ইউনিয়নের দক্ষিণ হাওর ও ইসলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মিন্নত আলী মিনা ও বড় ভাই জিন্নত আলীর ছেলে (ভাতিজ) ইয়াছিন মিয়া (৮) মিলে, মঙ্গলবার দুপুরে জাল দিয়ে গ্রামের দক্ষিণ হাওরে মাছ ধরতে যান। বেলা তিন টার দিকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময়, তারা বজ্রপাতের কবলে পড়ে মিনা মারা যান ও আহত হন ইয়াছিন আলী। পরে, তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মিনা’কে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, এই সময়ে দেওঘর ইউনিয়নের ইসলাম পুর গ্রামে আরজু মিয়ার স্ত্রী গৃহিনী রাশেদা বেগম (৬০) উঠানে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
সাত ও তিন বছর বয়সী এক ছেলে এক মেয়ের জনক নিহত মিনা উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের শরাফ আলী চতুর্থ ছেলে।
দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।