বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে বাড়িতে ট্রাক দিয়ে মাটি ফেলার সময় আবদুল গণি নামে এক ট্রাক চালক বিদ্যুৎায়িত হয়ে মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ) বেলা ১টায় উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কলিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটনা।
নিহত আবদুল গণি কলিমপুর উত্তর পাড়ার মৃত সুরুত আলী ব্যাপারীর ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও দুই মেয়ের জনক।
স্থানীয় সুত্রে জানা যায়, কলিমপুর উত্তর পাড়ায় নতুন বাড়িতে মাটি ভরাট করার সময়, মাটি বোঝাই ট্রাক বিদ্যুৎ সরবরাহ লাইনের সাথে লেগে বিদ্যুৎায়িত হয় ট্রাক। এসময় ট্রাকের ভাড়াটিয়া মালিক কৃষক আবদুল গণি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, নিহত আবদুল গণি ট্রাক ও ভ্যাকু দিয়ে মাটি ভরাটের কাজ করতেন। অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বুধবার বেলা ১টার দিকে মারা যান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।