বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনিক (নতুন) ভবনের সামনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।
অষ্টগ্রাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস’এ এবার প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’। দিবসটি উপলক্ষে, একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও শিক্ষার্থীদের জীবানুমুক্ত ভাবে হাত ধোয়া’র পদ্ধতি শিখানো হয়।
র্যালীতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির হোসাইন, উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ, রূপালী ব্যাংক উপশাখা ব্যবস্থাপক মো. মোকাররম হোসাইন মুরাদ প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।