বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দল নেতা মীর তাপসের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। এতে, বিভিন্ন ইউনিয়নের কয়েক শত শ্রমিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি শ্রমিক দল নেতা মীর তাপসের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে কাচারী প্রাঙ্গণে পথসভার মাধ্যমে মে দিবসের কর্মসূচী শেষ হয়।
এসময় বক্তারা বলেন, শ্রমিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সব সময়ে শ্রমিকের পাশে রয়েছে। শ্রমিকে ন্যায্য পাওয়ার জন্য লড়াই করা শহীদদের আমরা স্মরণ করি।
পথসভায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী মীর তাপস, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সুলতান মিয়া, মোঃ জয় মিয়া ও শ্রমিক নেতা মোঃ কাউসার আহমেদ, শ্রমিক নেতা শাহআলম, আশফাক আহমেদ ও নুরুল আমীন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।