অষ্টগ্রাম প্রতিনিধিঃ
শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়া থেকে বাঙ্গালপাড়া মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা (রথযাত্রা) অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) সকালে সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসবটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। রথ টানতে টানতে ভক্তরা শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢোলের তালে তালে এগিয়ে যান মন্দির অভিমুখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, জীবন ময়শীল আখড়া পরিচালনা কমিটির সভাপতি দেবেশ চন্দ্র দেব, অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী প্রমূখ।
এছাড়াও সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ এবং স্থানীয় জনসাধারণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা, পূজা ও প্রসাদ বিতরণ ছিল বিশেষ আকর্ষণীয়। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকটি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় প্রয়োজনীয় ব্যবস্থা।
এই আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয় বরং এটি অষ্টগ্রামের ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।