কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড দাবিতে প্রধান উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
আজ মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, ইউএনও মোছা. দিলশাদ জাহানের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।
সুত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড দাবিতে সারা দেশের ন্যায় অষ্টগ্রাম উপজেলার শিক্ষকদের পক্ষে ভাটিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আল আমিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা বরাবর, ১০ম গ্রেড প্রাপ্তির যথার্থত দাবি সম্বলিত লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
এসময়, অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শেখ আল আমিন, মো. আলাউদ্দিন শাহিন, মোছা: শামিমা আক্তার, মো. জাহাঙ্গীর আলম, রাজিব দেবনাথ, তুপলিন মিয়া, জুয়েল মিয়া ও দেলোয়ার হোসেন প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।