নাদিরুজ্জামান আজমলঃ
অষ্টগ্রামে হিলফুল-ফুযুল যুবসংগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ১১ টায় অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম (রায়পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে দালানহাটি হিলফুল-ফুযুল যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা-সভাপতি মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ‘সৈয়দ ফায়াজ হাসান বাবু।
বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক ‘মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী।
প্রায় দু’শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাও: রফিকুল ইসলাম আশরাফী, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘আতিকুর রহমান, আল আমিন মিয়া, আব্দুস সালাম, আব্দুল হামিদ, মো: ইউসুফ মিয়াসহ সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।