বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৫কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন ময়মনসিংহের ভালুকার থানার পাড়াগাঁও গ্রামের কামাল হোসেনের ছেলে আকরাম (২৬), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহ ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার, বল্লারামপুর গ্রামের আবেদ আলীর ছেলে নাজমুল হাসান (৩৬)।
রোববার বিকেলে গোপন খবরের ভিত্তিতে উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের অষ্টগ্রাম জিরোপয়েন্টে অভিযান চালিয়ে যাত্রীবাহি গাড়ি থেকে ১৫কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে, অষ্টগ্রাম থানায় মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানা পুলিশ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।