বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে “মধ্য অষ্টগ্রাম মানবিক সংগঠন”।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় অষ্টগ্রাম সদর ইউনিয়নের কারবলা ময়দানে এসব কম্বল বিতরণ করা হয়।
সংস্থার উপদেষ্টা জিএম মোশাররফ উদ্দিন হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ তামান্না, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক এম আর সি রানা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিয়ান তফসির প্রমুখ।
সু্ত্র জানায়, প্রতি বছরের মতো এবারও মধ্য অষ্টগ্রাম মানবিক সংগঠন, সদর ইউনিয়নের বিভিন্ন পাড়ার দুই শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থ্যায়নে বিনামূল্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, শীতে অসহায় মানুষের মাঝে উঞ্চতা বাড়াতে শীতবস্ত্রের বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তশালীরা এই মহতি কাজে আরও এগিয়ে আসা দরকার।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।