বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ২৫৮টি পরিবারের মাঝে নতুন পোষাকসহ ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন উষা।
আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে ‘ইউনিয়ন ফর সুপ্রীম সৌশল্ অ্যাডভান্সমেন্ট (ঊষা) আয়োজিত, ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন দেওঘর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।
উষা জানায়, গত ৬ বছর ধরে এলাকার তরুণ, কর্মজীবী, প্রবাসী ও সংগঠনের অর্থ্যায়নে প্রতি বছর ঈদুল ফিতরের আগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এবার, ২৫৮টি পরিবারে সেমাই, দুধ, চিনি ও কিসমিস এবং শাড়ি লুঙ্গি, থ্রীপিস, ছোটদের জামা বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল্লাহ, হাজি মোঃ সফি উল্লাহ, সালাহ উদ্দিন, জিয়াউর রহমান, হারুন অর রশিদ, দিন ইসলাম, গিয়াস উদ্দিন, রহমত উল্লাহ ও আবু সাঈদ প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।