কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
৫ আগষ্টের পর নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
আজ সোমবার (১৮ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে তার বিরুদ্ধে উত্তাপিত অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাইদ আহমেদকে।
সৈয়দ সাঈদ আহমেদ নিয়ম বহির্ভূত নানা অনিয়ম ও কর্মকাণ্ড করায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এসব ব্যাপারে অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।