কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজিব আহমেদ হেলুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে অষ্টগ্রাম উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে অষ্টগ্রাম থানা পুলিশ।
রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) গ্রামের রজব আলীর ছেলে। অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতিও তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা তিনটি মামলায় তাকে আসামি বলে জানা গেছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাওর টাইমসকে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।