নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনের একাধারে চার বারের নির্বাচিত এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গঠিত এ কমিটিগুলোর মধ্যে পাঁচটিতে সাবেক মন্ত্রীরা সভাপতির দায়িত্ব পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি কমিটি গঠন করা হয়েছে। সংবিধান অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক একাদশ জাতীয় সংসদেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক সাবেক সফল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে।
পিতার আদর্শ অনুসরণ করে জন্মভিটা হাওরের মানুষ আর প্রকৃতিকে ভালবেসে নিরন্তর ছুটে চলছে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক নানা জনহিতকর কর্মকাণ্ডের মাধ্যমে সহজেই ঠাইও করে নিয়েছেন হাওরের মানুষের মনের মণিকোঠায়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।