বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
বলেছেন, অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা ছ্যাঁচড়া চাঁদাবাজ আরেকটা শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ লুটপাট করছে হাজার হাজার শত শত কোটি। এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আরেকদল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ। মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিকশাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, ট্যাম্পুস্ট্যান্ডে যায়। কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ রোববার (২০ জুলাই) বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই। কেউকে ভাগাতে চাই না। জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ কাউকে ভাগাতে চাই না। কাউকে দূর করতে চাই না। লাড়াতে চাই না। কণ্ঠরোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই।
এ দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই দেশ লুপ্ত হয়ে যাবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুফতি কফিল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ মুহাম্মদ মুসা খাঁন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মাদ নূর আহমাদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমাদ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।