নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র মিঠামইন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি মুখলেছুর রহমান ও সম্পাদক তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০শে সেপ্টেম্বর) হাওড় রিসোর্টের কনফারেন্স রুমে অনুষ্টিত সম্মেলনে প্রধান অথিতি ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি কেন্দ্রিয় কমিটি ও মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডঃ শরীফ কামাল এবং পরিচালনা করেন কাঠখাল ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলিগ সাধারন সম্পাদক সমির কুমার বৈষ্ণব।
চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাসেম (চেয়ারম্যান কেওয়ার জোড়), লুৎফর রহসান রুবেল (চেয়ারম্যান ঢাকী), আনোয়ার হোসেন (চেয়ারম্যান গোপদিগী), মুখলেসুর রহমান ভূইয়া (চেয়ারম্যান ঘাগড়া), মাইন উদ্দিন খন্দকার, মোঃ ইব্রাহিম মিয়া (ভাইস চেয়ারম্যান), মজিবুর রহমান (ইউপি সদস্য), মোছাঃ পারভীন আক্তার (ইউপি সদস্যা) প্রমূখ।
২য় পর্বে ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান ভূইয়াকে সভাপতি ও কাঠখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে মিঠামইন উপজেলা কমিঠি গঠন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।