ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন ও মহেশ চন্দ্র মডেল সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপজেলা সদরে বিপুল সংখ্যক ছাত্র-জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের সমন্বয়ক আলমগীর হোসেন, রাসেল আশরাফ, মাঈনুল হাসান, আফজাল হোসেন শান্ত, শাকের হোসেন, তোফায়েল আহমেদ আফ্রিদি, ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান সুজন, যুগ্মআহ্বায়ক সুমন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।