নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ইটনা উপজেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর গেইটের সামন থেকে নদীর পাড় হয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মাদক বিরোধী র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা পুরাতন বাজার সংলগ্ন কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে শেষ হয়। র্যালিতে “মাদক মুক্ত সুন্দর জীবন চাই, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, এক হও সবাই ইত্যাদি শ্লোগান দেয় । মাদকের আস্তানা জ্বালিয়ে দাও ভেঙ্গে দাও স্লোগানও তোলা তুলা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে মাদকের কুফল সম্পর্কে উপজেলার সকল মসজিদে ইমামদেরকে শুক্রবারে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, নায়েবে আমীর মাওলানা শফিউল আলম, সেক্রেটারী একে এম নুরুল্লাহ প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।