ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলায় ইটনায় পানিতে ডুবে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনাটি ঘটে।
অদিতী রাণী দাস ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের অবিকল দাসের মেয়ে।দাসপাড়া গ্রামের বিকাশ দাস জানান, শনিবার দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। কিছুক্ষণ পরে শিশুটি আবারও গিয়ে একা গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে।
এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবত দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে নদীতে গিয়ে খোঁজাখুজি করার একপর্যায়ে শিশুটির মরদেহ খুঁজে পান।
ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।