ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক ২০২৩ সম্মেলনে বিনা-প্রতিদ্বন্ধীতায় তাপস রায় সভাপতি ও কৌশিক দেবনাথ জয় সেক্রেটারি নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দিনব্যাপী বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিগত কমিটির সভাপতি তাপস রায়। উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে দ্বি-বার্ষিক এ সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট ভূপেন ভৌমিক দোলন, সহ সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, পূজা সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র পাল, সহ গ্রন্তনা ও প্রকাশনা সম্পাদক ভাস্কর দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ দাস, ট্রলার ঘাট সুপারভাইজার সন্ধেশ কর প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে জেলা নেতৃবৃন্দ আগামী দুই বছর মেয়াদে সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষ পদ নির্বাচিত করে ঘোষণা করে এবং নির্বাচিত কমিটিকে দ্রুত সময়ে ৯টি ইউনিয়ন কমিটি নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করার আহ্বান করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।