ইটনা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস পালিত হয়েছে ।
অমর ২১শে ফেব্রুয়ারী বুধবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ইটনা রাষ্ট্রপতি আব্দুল হামিদের সরকারি কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনার বেদীতে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করে।
সেই সঙ্গে সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি-বেসরকারি স্বায়িত্ব স্বাশিত ভবন, শিক্ষা প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ভোরে ইটনা উপজেলার পরিষদ চত্বর থেকে একটি প্রভাত ফেরি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন পর রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্প স্থবক অর্পন করা হয়।
ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানি শহীদ মিনারে প্রথমে পুষ্প স্থবক অর্পন করেন।
পরে মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী, হাসপাতাল, এনজিও কর্মী, স্থানীয় সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিগণ শহীদ মিনারে পুষ্প স্থবক অর্পন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিন ব্যাপি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।