নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারের বালুর মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এলংজুরী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ ওমর আলী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ সাব্বির আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কিশোরগঞ্জ -৪ আসনের সম্ভাব্য প্রার্থী এড. মোঃ রোকন রেজা শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ এ কে এম নূরুল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওঃ ইব্রাহীম খলীল ও মাজলিসুল মোফাসসিরিন এর ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম আনসারী।
এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এলংজুরী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সমর্থক, কর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের পর সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।