নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আকন্দের মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা সদরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের সামন থেকে শুরু করে পুরান থানা পর্যন্ত ইটনা মিঠামইন অষ্টগ্রাম থেকে আগত দুইশতাধিক বিএনপির কর্মী সমর্থকরা এ গণমিছিল করে। এ সময় তাদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন প্লেকার্ড লেখা ছিল। সেই সাথে চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান ও ডিবি হারুনের হাস্যোজ্জল গলাগলির ছবির প্লেকার্ড ছিল চোখে পড়ার মত।
আতাউর রহমান আকন্দের মামলার তথ্যে জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। তাই বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে আতাউর রহমানসহ দুইজনকে আসামী করে মামলা করেছে। যার মামলা নং ২, তাং ৩/১২/২৪ ইং। সেই মামলায় আতাউর রহমান আকন্দসহ দুইজনকে ইটনা থানা পুলিশ গ্রেফতার করে। গণমিছিল কারীদের দাবি ফজলুর রহমানের মদদেই আতাউর রহমান আকন্দের নামে মামলা ও গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আকন্দকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ গণমিছিল বলে মিছিলকারীরা জানান।
অনুষ্ঠিত গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এরশাদ মল্লিক, ইটনা উপজেলা বিএনপি নেতা গোলাম রহমান, সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক ইটনা উপজেলা সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুবদলের আহবায়ক আবেদ খান প্রমূখ।
উপস্থিত বিএনপির নেতারা দাবি করেন দীর্ঘদিন যাবৎ আতাউর রহমান একজন নিবেদিত বিএনপির নেতা। দলীয় গ্রুপিং এর কারণে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক আইসিটি মামলায় আটক করা হয়েছে। আমরা বিএনপি নেতা আতাউর রহমান আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুইশতাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।