এ বি মোহাম্মদ আলী খান, ইটনা থেকেঃ
ইটনার কুখ্যাত মাদক কারবারি দেলুয়ারকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে।
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) ভোর সাড়ে ছয়টায় থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কাঠিয়ারকান্দার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদকসম্রাট দেলুয়ারকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে ইয়াবা ৮০ পিছ, গাজা ১ কেজি, বিদেশি মদের বোতল ৬ পিছ, এনড্রয়েড মোবাইল ৮ টা, বাটুন মোবাইল ৯ টা, টেব ১টা, নগদ টাকা ৬৩ হাজার, মাদক মাপার মিটার ১টা ইত্যাদি।
জানা যায়, এস আই আব্দুল আলীম এর নেতৃত্বে ইটনা থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা নিজ বাড়ি থেকে মৃত মেহের আলীর ছেলে দেলুয়ারকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আটককৃত দেলুয়ার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।ইটনা থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।
এ ব্যাপারে অষ্টগ্রাম সার্কেল এ এস পি স্যামুয়েল শাংমা বলেন, ইটনার কুখ্যাত মাদককারবারি দেলুয়ার হোসেনকে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।