নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, (২১ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সর্ববৃহৎ রায়টুটি ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত রায়টুটি ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রায়টুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি ওমর ফারুক মিল্কীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কিশোরগঞ্জ -৪ আসনের সম্ভাব্য প্রার্থী এড. রোকন রেজা শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা শাখার সাবেক শিবির সভাপতি জনাব আবু হুরায়রা মিল্কী, জামায়াত নেতা মাও: শফিকুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রায়টুটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সমর্থক, কর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের পর সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।