নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রদল আহবায়ক আজাদুর রহমান সুজনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কিশোরগঞ্জে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সহ-দফতর সম্পাদক মনিরুল হাসান জেনি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। যাথে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইটনা উপজেলা শাখার আহবায়েকের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে আপনি আজাদুর রহমান সুজন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মোঃ মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন বরাবর লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে উপস্থাপন করতে নির্দেশ দেয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।