নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
আজ শনিবার রাতে ইটনা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত উপস্থিত জামায়াতের সূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য হাফেজ মোঃ আবুল হোসাইনকে ইটনা উপজেলা আমীর এবং এ কে এম নূরুল্লাহকে সেক্রেটারী নির্বাচিত করে ৮ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যকরি কমিটিতে অন্যান্যরা হলেন, নায়েবে আমীর আব্দুস সালাম, সাংগঠনিক ও অফিস সম্পাদক মাওলানা শফিউল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, ওলামা বিভাগ মাওলানা কারী ইউনুছ আলী, পেশাজীবি বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ মোসারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর রুকনবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।