কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফ ৮৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামের চেয়ারম্যানের চাচাত ভাই রোকন মেম্বারের বাড়ি থেকে এই চাল উদ্ধারের ঘটনা ঘটে। বিষয়টিতে সংশ্লিষ্ট থাকায় বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। তবে বাদলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ রোকন উদ্দিনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে বলে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে ইউপি সদস্যের বাড়ির একটি টিনের ঘর ৮৬ বস্তা চাল উদ্ধার করে সেনাবাহিনী। তবে এসময় তাৎক্ষনিক কাউকে আটক করা না গেলেও পুলিশি অভিযানে আটক হয়েছেন চেয়ারম্যান।
স্থানীয়দের অভিযোগ, বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মোঃ রোকন উদ্দিন নিজের লোকজনের নাম লিষ্ট করে আত্নসাত ও কালোবাজারির লক্ষে ভিজিএফ চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন।
এ বিষয়ে সংশ্লিষ্টতার অভিযোগে বাদলা ইউপি চেয়ারম্যান মোঃ আদিলুজ্জামান ভূঁইয়া গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ রোকন উদ্দিনের মোবাইল ফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ ব্যাপারে বাদলা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট টেগ অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমার জানামতে কোন অনিয়ম হয়নি। তবে চাল উদ্ধারের ঘটনায় তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে অষ্টগ্রাম সার্কেল এএসপি
স্যামুয়েল সাংমা নিশ্চিত করে বলেছেন, চাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থাকায় চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।