করিমগঞ্জ প্রতিনিধিঃ
শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক ও নাগরিক সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভা করে করিমগঞ্জ পিফজি।
রোববার (২৩ মার্চ) বিকেলে করিমগঞ্জ বণিক সমিতি কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাদেক আহমেদ স্বপনের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ জেলার সমন্ময়কারী একেএম নাজমুল হোসেন, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল মতবিনিময় সভার শুরুতেই আগামী উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সকলের সুনির্দিষ্ট মতামত আহ্বান করেন।
করিমগঞ্জ পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হানিফ, বীরমুক্তিযোদ্ধা আবু আনিস ফকির, বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী (বুলবুল), পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি শেখ আবুল মুনসুর লনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিরাজী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান আলোচনায় অংশ গ্রহণ করেন।
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এডভোকেট মোজাম্মেল হক মাখন, হান্নান মোল্লা, এমরান আলী ভূইয়া, আমজাদ হোসেন খান দিদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ সুজন, এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছমা আক্তার প্রমুখ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করার জন্য প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
মতবিনিময় সভা শেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা ডাঃ আব্দুল করিম।
সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ অংশ গ্রহণে মতবিনিময় সভা ও ইফতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।