বিশেষ প্রতিনিধিঃ
চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শত শত শিক্ষার্থীদের মৃত্যু, নির্যাতন ও সারা দেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দুই সাংবাদিক সংগঠন।
আজ শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের কথা জানায় সংগঠন দুইটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটাসংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারা দেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (৩ আগষ্ট) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।
ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।