কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রায় সাড়ে এগারো হাজার জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ বন্ধের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপির বিরুদ্ধে।
এর প্রতিবাদে শনিবার (১৫ জুন) বিকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাবিব নগর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বঞ্চিত হতদরিদ্ররা অসহায় মানুষেরা।
মানববন্ধনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল আমাদের জন্য আশীর্বাদ। স্থানীয় সংসদ সদস্যের জন্য এ ঈদ উপহার থেকে বঞ্চিত হয়েছি। এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ স্থানীয় সংসদ সদস্যের সাথে চাল বিতরন বিষয়ে পরামর্শ না করার কারন দেখিয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি।
উক্ত চিঠির প্রেক্ষিতে ঐ দুই ইউনিয়নের চেয়ারম্যানদের সকল হতদরিদ্রদের চাল বিতরণ বন্ধ রেখে ভিজিএফ বিতরণের শর্তসমূহ প্রতিপালনের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে করে বন্ধ হয়ে যায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।