কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে জেলা শহরে বিশাল ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকালে শহরের ঐতিহাসিক রথখলা ময়দান থেকে ঈদ শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রথখলা ময়দানে গিয়ে শেষ হয়।
এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের ছয়টি পৃথক পৃথক এলাকা থেকে ঈদশোভাযাত্রা গিয়ে রথখলা ময়দানে সমবেত হয়। ছয়টি অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে কর্মসূচি ঘোষণা করে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস। এর মধ্যে পূর্বাশা ক্লাব সংলগ্ন হযরত আবু বকর (রা.) অঞ্চল, নিউটাউন বিওসি মোড় সংলগ্ন হযরত বেলাল (রা.) অঞ্চল, বত্রিশ ইউনিভার্সেল হল সংলগ্ন হযরত আলী (রা.) অঞ্চল, গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ সংলগ্ন হযরত ওমর (রা.) অঞ্চল, পুরাতন স্টেডিয়াম সংলগ্ন (বটতলা) হযরত ওসমান (রা.) অঞ্চল ও উকিলপাড়া মোড় সংলগ্ন হযরত আনাস (রা.) অঞ্চল।
বিকাল তিনটার দিকে ছয়টি অঞ্চল থেকে পৃথক পৃথকভাবে ঈদ শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাগুলো গিয়ে মিলিত হয় রথখলা ময়দানে। প্রতিটি অঞ্চল থেকে দুই সহস্রাধিক করে প্রায় ১৫ হাজার কর্মী-সমর্থক এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শোভাযাত্রার সমন্বয়কারী রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিহাব, আলী আজগর ভূঁইয়া কনক, কাজী শফিকুল হক বাবু, আবুল কালাম আজাদ, এহতেশামুল হুদা মুনাব্বী প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়ে “ঈদ শোভাযাত্রা”র এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।