ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী থেকেঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পৌর এলাকার ভোগপাড়া খাদ্য গোডাউন সংলগ্ন দলের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে৷ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সার্বিক ব্যাবস্থাপনায় এই আয়োজনটি হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি বরকত হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুল এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের সদস্য মো: সাব্বির হোসাইন, উপজেলা সিনিয়র সহ-সভাপতি বায়জিদ আহমেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজী।
এছাড়াও বক্তব্য রাখেন, লোহাজুরী দারুলউলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ ওয়াহেদী, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক আলমগীর জোয়ারদার, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়েব ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক উসমান শহীদি, অর্থ সম্পাদক কালাম খান, প্রচার সম্পাদক আরমান মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা শামাীম আহমেদ যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি রাজিব মিয়া, ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।