মাইনুল হক মেনু:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ছাত্রদলের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারী) দুপুরে কটিয়াদী উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ- সভাপতি মুশফিকুর রহমান উবাইদুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক দিদারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।