নিজস্ব প্রতিনিধিঃ
কটিয়াদীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩.২৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন ভোগপাড়া চৌরাস্তা মোড় এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মো.শাকিব আল হাসান (২১),পিতা-আ. রহমান, সাং-নান্দলা মাঠিকাটা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং শাকিবের নিজ হেফাজত বের করে দেওয়া সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিকাল ৩.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।