মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নদনা বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। বনগ্রাম ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জায়দুল, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু।
বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাসেম, পৌর যুবদল সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা জাসাস আহবায়ক মিজানুর রহমান মঞ্জিল, সদস্য সচিব আরমান, মসূয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ মিয়া প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।